প্রকাশিত: Fri, Dec 15, 2023 12:26 PM
আপডেট: Thu, Jul 3, 2025 12:43 AM

[১]মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি রোববার

আদালত প্রতিবেদক : [২]  বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন-এর হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির জন্য এ দিন ধার্য করেন।

[৩] এর আগে গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

[৪] এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়।

[৫] গত ৩ ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। তার আগে ২২ নভেম্বর তার জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

[৬] ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় পুলিশ বাদী হয়ে করা মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। সম্পাদনা : সমর চক্রবর্তী